E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাষীর স্বপ্ন ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

২০২৩ ডিসেম্বর ১৬ ১৯:০৯:২৩
চাষীর স্বপ্ন ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

একে আজাদ, রাজবাড়ী : ৪০ শতাংশ জমিতে পেয়াজের (দানা) বোপন করেছিল ৫ একর ২০ শতাং জমিতে লাগানোর জন্য। পিয়াজের হালি চারা প্রস্তুত করেছিল চাষী আলম। কিন্তু চাষী আলমের  স্বপ্ন ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা বন মারা ঔষুধ দিয়ে।

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মৃত হাতেম আলী বিশ্বাসের ছেলে কৃষক আলম বিশ্বাস। চলতি মৌসুমে পেয়াজ লাগানোর জন্য নিজের ৪০ শতাংশ জমিতে ৮ কেজি পেয়াজের দানা বপন করেছিল, পেয়াজের দানা লাগানোর উপযোগী হয়েছিল। অপর দিকে পেয়াজ লাগানোর জমি প্রস্তুত করে ফেলেছেন কৃষক আলম বিশ্বাস । ৮ কেজি পেয়াজের দানা (হালি) যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকার অধিক।

আলম বিশ্বাসের নিভা মৌজায় থাকা ৪০ শতাংশ জমির পেয়াজের দানায় শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাত দূবৃত্তরা পুরা জমিতে বন মারা বিষক্রিয়া প্রয়োগ করে তার সকল পেয়াজের দানা (হালি) মেরে ফেলেছে। এ ঘটনায় কৃষক আলম ও তার পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। পথে বসে যাওয়ার উপক্রম পেয়াজ চাষী আলম বিশ্বাসের। এ ঘটনায় আলম বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ শনিবার বিকালে সরে জমিনে গিয়ে দেখা যায়, ৪০ শতাংশ জমির পুরোটায় ক্ষতিগ্রস্থ হয়েছে, পেয়াজের চারা মরতে শুরু করেছে, স্থানীয় অন্যান্য কৃষকরা তা দেখতে ভীর জমিয়েছে জমির পাশে এবং তারা বলছেন এটা কোন মানুষের কাজ হতে পারে না যারা করেছে তারা অ-মানুষ। এর আগেও ওই কৃষক আলম বিশ্বাসের প্রায় ৪০টি আম গাছ রাতের আধারে কেটে ফেলেছিল দূবৃত্তরা।

কৃষক আলম বিশ্বাসের ধারনা আগেও যারা তার ক্ষতি সাধন করেছে এখনও তারাই এ কাজ করছে তবে রাতের আধারে কে বিষ প্রয়োগ করেছে তা আমি বলতে পারব না। আলম বিশ্বাস সাংবাদিকদের বলেন আমি ও আমার পরিবার আওয়ামীলীগের রাজনিতির সাথে জড়িত বারবার কারা আমার উপর এমন করছে বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে আতংকিত।

আমার জমি এবার পরে থাকবে আমার পক্ষে পেয়াজের দানা (হালি) কিনে পেয়াজ লাগানো সম্ভব নয়। আমি এখন কি করব বুঝতে পারছি না, আমাকে ও আমার পরিবারকে উচ্ছেদ করার জন্যই হয়ত পরিকল্পিত ভাবে একের পর এক আমাকে ক্ষতি করে যাচ্ছে। আমি কোন বিচার পাই না।

মাঠে থাকা কৃষক সালাম মন্ডল বলেন-আমরা বিষয়টি শুনতে পেরে এখানে এসেছি যা দেখলাম তা একজন কৃষকের সারা বছরের পরিকল্পনার মৃত্যু ছাড়া কিছুই না, এমন ক্ষতি মানুষ করতে পারে না, এটা যারা করেছে তারা নোংরা মনের পশুর মত, আমরা সাধারণ কৃষক এ ঘটনার সুষ্ট তদন্ত ও বিচার কামনা করি।

শরিষা ইউনিয়নের জাগির বাগলীর ইউপি সদস্য মোঃ রাকিবুল ইসলাম বলেন, এটা ন্যাকার জনক ঘটনা, এর আগেও এই আলম বিশ্বাসের গাছ কেটে ফেলা হয়েছিল তার উপর বারবার কেন এমন হচ্ছে বিষয়টি আমি পাংশা থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহবান করছি সেই সাথে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি শুনার সাথে সাথেই আমাদের ২ জন উপ-সহকারী কৃষি অফিসারকে ওই জমিতে পাঠানো হয়েছে বিষয়টি অত্যান্ত দুঃখজনক একজ কৃষকের এমন ক্ষতি মেনে নেওয়ার মত না

(একে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test