E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ৫টি আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করল জাকের পার্টি

২০২৩ ডিসেম্বর ১৭ ১৩:১৯:৪৩
যশোরে ৫টি আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করল জাকের পার্টি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আজ ১৭ ডিসেম্বর রবিবার। জাকের পার্টি যশোরের ৫ টি আসনে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে।

রবিবার সকালে জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের নিকট তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন পত্র জমা দেন। এই তালিকায় রয়েছে যশোর-১(শার্শা) আসনের মোঃ সবুর খান, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মোঃ সাফারুজ্জামান, যশোর-৩ (সদর) আসনের মোঃ মহিবুল ইসলাম, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের মোঃ লিটন মোল্লা, যশোর-৬(কেশবপুর) আসনের সাইদুজ্জামান। এর আগে যশোর-৫ (মনিরামপুর) আসনের মোঃ হাবিবুর রহমান এর মনোনয়ন পত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় অবৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের মোঃ লিটন মোল্লা বলেন, দলীয় সিদ্ধান্তে যশোরে তাদের ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন। এর আগে মনিরামপুর আসনের প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা হওয়াতে তার প্রার্থীতা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে।

জাকের পার্টি যশোর জেলার সভাপতি ও সদর আসনের প্রার্থী মোঃ মহিবুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তে আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন পত্র জমা দিয়ে রিসিভ কপি নিয়েছি।

(এসএমএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test