E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

২০২৩ ডিসেম্বর ১৭ ১৭:১৬:০১
ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

ঈশ্বরদী প্রতিনিধি : আজ রবিবার ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে শীতের প্রকোপে  কাহিল হয়ে পড়েছে উত্তরের ঈশ্বরদী অঞ্চলের জনজীবন। কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে।

হিম বাতাসে ঠান্ডায় কাঁপছে এ জনপদের মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরিব অসহায় মানুষ। স্থবির হয়ে পড়েছে ঈশ্বরদী অঞ্চলের জীবনযাত্রা। নিম্নবিত্ত মানুষগুলো শীতবস্ত্রের অভাবে ফুটপাতের দোকানগুলোতে সাধ্যমত কিনছে গরম কাপড়। শীতজনিত রোগে দূর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের।

আবহাওয়া অফিসের নাজমুল হক রঞ্জন বলেন, হিমালয়ের বয়ে আসা ঠান্ডা বাতাসে তীব্র শীতের মুখে পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষেরা। উত্তর-পূর্বকোণ থেকে ৩ নটিক্যাল গতিতে বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে ঠান্ডা অনুভব হচ্ছে।

গৃহিনী আম্বিয়া খাতুন জানান, সন্ধ্যার পর বাতাসের সাথে ঝড়তে থাকা কুয়াশার পানি বরফের মতো ঠান্ডা। মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। রাতে একাধিক কম্বল ও লেপ নিলেও বিছানা বরফের মতো লাগে।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক আব্দুল বাতেন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতলে রোগীর চাপ বেড়েছে। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট ও ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এদের বেশীরভাগই শিশু ও বয়োজ্যেষ্ঠ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রিন্স জানান, সরকারিভাবে পৌরসভা ও ৭ ইউনিয়নে ৩,২৮০টি কম্বল এপর্যন্ত বিতরণ করা হয়েছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test