E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভোট কাটতে একটা ব্যালেটে হাত দিতে চাইলে একটি বুলেট খরচ করা হবে’

২০২৩ ডিসেম্বর ১৮ ১৭:৫৮:৫৬
‘ভোট কাটতে একটা ব্যালেটে হাত দিতে চাইলে একটি বুলেট খরচ করা হবে’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেছেন, একটা ব্যালটের বিপরীতে একটি বুলেট ব্যবহার করা হবে। কেউ ভোট কাটতে একটা ব্যালটে হাত দিতে চাইলে তার জন্য একটি বুলেট খরচ করা হবে। ভূলে যান, এবার  অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কাউকেই ছাড় দেয়া হবেনা। 

আজ সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে ২৬ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বক্তৃতায় বাগেরহাটের এসপি আরও বলেন, এখন থেকে সার্বক্ষণিক পুলিশসহ আইন-শৃৃঙ্খলা বাহিনীর সদস্য, নিবার্হী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। নির্বাচনী সকল আচরণ বিধি মেনে প্রচার প্রচারনা চালাতে হবে। আচার বিধি না মানলে কেউ ছাড় পাবেন না।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দিনসহ নির্বাচনে অংশ নেয়া ৯টি রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, বিএনএম, এনপিপি, বাংলাদেশ কংগ্রস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতক মুক্তিজোট ও আওয়ামী লীগের দুইজন বিদ্রোহীসহ ৩ জন স্বতন্ত্র প্রার্থীশহ তাদের প্রতিনিধিরা প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test