E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চারটি আসনে ২০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

২০২৩ ডিসেম্বর ১৮ ১৮:২১:৩৯
মৌলভীবাজারে চারটি আসনে ২০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের ৪ জন ও জাতীয় পার্টির ৪ জন প্রার্থী,তৃণমূল বিএনপি, ইসলামী ফ্রন্টসহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম।

প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ১৭ ডিসেম্বর বিকেলে রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ২৫ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন প্রত্যাহার ও দুই জনের বাতিল করা হয়। এই ৫ প্রার্থী বাদ পড়ায় এখন নির্বাচনের লড়াইয়ে ২০ প্রাথী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে প্রতিন্দন্ধিতা করবেন। ৩ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার ও দুইনকে গণপ্রতিনিধিত্ব আইন ১৯৭২ এর১৬(২) এর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থী হিসেবে গণ্য হবেননা বলে জানিয়েছিলেন জেলা রিটার্ণিং কর্মকর্তা।

এ দিকে মৌলভীবাজার-৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম শহীদ এর মনোনয়ন বাতিল হলে বর্তমানে ওই প্রার্থী উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ায় এখনো আদালত থেকে তাঁর প্রার্থীতা নিয়ে কোন চুড়ান্ত আদেশ হয়নি।

উল্লেখ্য: মৌলভীবাজার জেলায় ৬৭ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৩৫ জন। এরমধ্যে পূরুষ ৭ লাখ ৬৯ হাজার ৯৪৩জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৬৪৮ জন। মোট ভোট কেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ৩ হাজার ৩০৫টি।

(একে/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test