E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ৬টি আসনে প্রতীক পেয়েছে ৩১ প্রার্থী

২০২৩ ডিসেম্বর ১৮ ১৮:৪৫:৩৪
যশোরে ৬টি আসনে প্রতীক পেয়েছে ৩১ প্রার্থী

যশোর প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীকের শীর্ষে রয়েছে ট্রাক ও ঈগল।

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেওয়া দেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন প্রমুখ। এদিকে, প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত শেখ আফিল উদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীক, জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা প্রতীক , স্বতন্ত্র আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম ট্রাক প্রতীক , স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা এসএম হাবিবুর রহমান ঈগল পাখি , জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙল ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ডাব , বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ এর শামছুল হক টেলিভিশন প্রতীক পেয়েছেন। যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক, স্বতন্ত্র সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল পাখি, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীক, জাতীর পার্টির মাহবুব আলম লাঙল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায় আম প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো: তৌহিদুজ্জামান বটগাছ , তৃণমুল বিএনপি মো. কামরুজ্জামান সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর প্রতীক পেয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের রণজিৎ কুমার রায় ঈগল, তৃণমূল বিএনপির অব. লে. ক. এম শাব্বির আহমেদকে সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার ও জাতীয় পার্টির জহুরুল হককে নাঙ্গল প্রতীক দেয়া হয়েছে । এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নয়া সমীকরণ চলছে ভোটের রাজনীতিতে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা, স্বতন্ত্র ইয়াকুব আলী ঈগল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার ও জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল প্রতীক পেয়েছেন ।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন কাঁচি, আজিজুল ইসলাম ঈগল ও জাতীয় পার্টির জিএম হাসানকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনেই প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে নির্বাচনী আচারণ বিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে সকল প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহনযোগ্য ভোট গ্রহনের পরিবেশ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

(এসএ/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test