E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিএনপি-জানায়াত পাকিস্তানি হানাদার বাহিনী মতো আক্রমন করছে’ 

২০২৩ ডিসেম্বর ১৯ ১৭:০০:২২
‘বিএনপি-জানায়াত পাকিস্তানি হানাদার বাহিনী মতো আক্রমন করছে’ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত এখন যেভাবে মানুষ পুড়ে হত্যা করছে, রেল লাইন উপড়ে ফেলছে, আগুন দিচ্ছে, ঠিক সেভাবেই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের উপর আক্রমন করেছিল।'

আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিনজার বাংলাদেশ কে তলা বিহীন ঝুড়ী বলেছিলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতীর পিতা শেখ মুজিব বাংলাদেশ কে স্বল্প উন্নত দেশে পরিনত করেছিলেন। ঠিক তখনই শেখ মুজিবকে স্ব পরিবারে হত্যা করা হয়েছে। শেখ মুজিব কে হত্যা করতে পারলেও তার আদর্শ কে হত্যা করতে পারে নাই।'

নৌ মন্ত্রী আরোও বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোথাও কোন দারিদ্রতা নেই। দেশের টেকনাফ থেকে তেতুলীয়ায় সকল যোগাযোগ ব্যবস্থা এখন আমাদের হাতের মুঠোয়। কোন রাজনৈতিক নেতা দেশের মানুষ কে বিভ্রান্ত করতে পারেনা , মিথ্যা দিয়ে সত্য কে ঢেকে রাখতে পারেনা বলেই, নতুন প্রজন্ম আজ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছে।
এই বিজয়ে আমাদের যে আত্মত্যাগ তা আমরা বৃথা যেতে পারি না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল এই বিজয় এই স্বাধীনতা ধুলিৎসাত হয়ে যাবে আমি যদি আমার দেশের মানুষকে খাবার দিতে না পারি, আমার শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, সুচিকিৎসা দিতে না পারি। বঙ্গবন্ধু আরো বলেছিলেন, স্বাধীনতার সুখ বিজয়ের আনন্দ প্রতিটি মানুষের ঘড়ে ঘড়ে পৌছে দিতে হবে।'

আলোচনা সভায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জান মিতা, সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, পৌর মেয়র মোঃ আসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে বিজয়ের এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর হতে র‌্যালীটি সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test