E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে টিকটক ভিডিও আপলোড করায় শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি 

২০২৩ ডিসেম্বর ১৯ ১৭:০৯:৪০
ফেসবুকে টিকটক ভিডিও আপলোড করায় শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : নিজের ফেসবুক আইডিতে টিকটক ভিডিও আপলোড করায় দিনাজপুরে নাহিদ হাসান নামের এক এসএসসি পরিক্ষার্থীকে প্রাণনাশ ও লাশগুমের হুমকি দিচ্ছে সন্ত্রাসী -বখাটে যুবকেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এখন শিক্ষার্থী নাহিদ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ ঘরছাড়ার হুমকিও দিচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সন্মেলন করেছে, শিক্ষার্থী নাহিদ ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ উপস্থাপন করেন,দিনাজপুর পৌর এলাকার লালবাগ মহল্লার মৃত: মেহরাব এর ছেলে মো: নাহিদ হাসান। এসময় লিখিত বক্তব্যে তিনি জানান,আমার ফেসবুক আইডিতে একটি টিকটক ভিডিও পোষ্ট করলে এলাকার কিছু সন্ত্রাসী- বখাটে যুবকরা সেটা তাদের নিয়ে করা হয়েছে মনে করে আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এর প্রেক্ষিতে গত ১৫/১২/২৩ ইং তারিখে বিকাল ৩টার সময় আমি বাড়ি থেকে বের হলে মো: রিফাত, আমিনুল, রিশাত, অপু ও জাহিদসহ অজ্ঞাতরা লালবাগ ২ নং মসজিদ সংলগ্ন লিচু বাগানের সামনে দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে আক্রমণ করে।

এসময় তারা আমার শরীরের বিভিন্ন অংশে এলোপাতারী আঘাত করে গুরুতর জখম করে এবং আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এরপরে আমার পকেটে থাকা ৩ হাজার ৫ শত টাকা রিফাত জোরপূর্বক কেড়ে নেয়। তখন আমার চিৎকার চেচামেচিতে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসার পর এ বিষয়ে আমি কোতয়ালী থানায় একটি অভিযোগ করায় আসামীরা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে আমাকে ভয়ভীতি, হত্যা ও লাশগুমের হুমকি দেয়।

এ অভিযোগ থানা থেকে তুলে না নিলে তারা আমাকে মেরে কেটে কাঞ্চন নদীতে লাশ ভাসিয়ে দেবে বলে হুমকি অব্যাহত রেখেছে। তারা আমার অসহায় মা ও নানীকে সবসময় অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানান ধরনের হুমকি দিয়ে আসছে। এই ভয়ভীতির কারণে আমি ও আমার পরিবার এখন অসহায় হয়ে পড়েছি। গত ১৫ ডিসেম্বর থেকে আমরা আমাদের বাসায় শান্তির সাথে বসবাস করতে পারছি না। দোষীদের গ্রেফতার ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে শিক্ষার্থী নাহিদ ও পরিবার।

(এস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test