E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি

২০২৩ ডিসেম্বর ১৯ ১৭:৩৩:৫৪
স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর একের পর এক হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীর বিরুদ্ধে। এঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও ভোটাররা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই উপজেলার হিন্দু অধ্যুষিত ধলাহরাচন্দ্র ইউনিয়নের প্রতিটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ একদল।

ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চাঁদ আলী বিশ্বাস জানান, নির্বাচনী আচরণ বিধি ভেঙ্গে প্রতিদিন বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনকি তারা বলছে টেবিলের পরে ব্যালট পেপারে আমাদের সামনে সিল মারতে হবে। তা না হলে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

এ ঘটনায় আমার ইউনিয়নের হিন্দু ভোটারসহ সাধারন ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ সকল অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাস জানান, এমন কোন কিছুই করিনি। মাঝে মাঝে বিকালের দিকে কয়েকশত মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের পক্ষে শো-ডাউন দিচ্ছি।

এ ব্যাপারে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া হিন্দু অধ্যুষিত এলাকার ভোটারদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা বদ্ধপরিকর।

(এসআই/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test