E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীর চারটি আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

২০২৩ ডিসেম্বর ১৯ ১৮:৩৪:২৬
নীলফামারীর চারটি আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারীর ৪টি আসনেই প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন। এরপর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তারা ভোটারদের কাছে যাচ্ছে। ভোট চাওয়া শুরু করেছেন। 

নীলফামারী-১: (ডোমার ডিমলা) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নৌকা, এ আসনে তৃনমুল বিএনপি থেকে এন,কে আলম চৌধুরী সোনালী আশ, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. তছলিম উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী নোঙ্গর, মো. ইমরান কবির চৌধুরী ট্রাক, জাতীয় পার্টি(জেপি) থেকে মনোনীত প্রার্থী মো. মখদুম আযম আশরাফি বাইসাইকেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে নির্বাচন করবেন৷

নীলফামারী-২: (নীলফামারী সদর) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর নৌকা, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী মো. মোরসালিম ইসলাম ডাব এবং স্বতন্ত্র থেকে জয়নাল আবেদীন ট্রাক প্রতিকে নির্বাচন করবেন। প্রতীক বরাদ্দের পর দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করছেন নীলফামারী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। গতকাল ১৮ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সমূহের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ নির্বাচনের নানান কৌশল ও কর্মপদ্ধতি নিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রেখেছন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জান নূর। এই মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী-৩: (জলঢাকা) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা মনোনয়ন পত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহার করেন৷ এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী রানা মোহাম্মদ সোহেল লাঙ্গল, তৃনমুল বিএনপি থেকে মনোনীত প্রার্থী সোনালী আশ, স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেল পাভেল কাচি, হুকুম আলী খান ট্রাক, কাজী ফারুক কাদের কেটলী, মার্জিয়া সুলতানা ঈগল, আবু সাঈদ শামিম মোড়া এবং বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে মনোনীত প্রার্থী বাদশা আলমগীর হাতঘড়ি প্রতিকে নির্বাচন করবেন৷

নীলফামারী-৪: (কিশোরগঞ্জ-সৈয়দপুর) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. খায়রুল আলম বাবুল মনোনয়ন পত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহার করেন। জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙ্গল৷ স্বতন্ত্র প্রার্থী মোকসেদুল মোমিন ট্রাক, সিদ্দিকুল আলম কাচি৷ এছাড়াও

তৃনমুল বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডা. আব্দুল্লাহ আল নাসের সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে মনোনীত প্রার্থী এম সাজেদুল করিম নোঙ্গর, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) মো. আজিজুল হক মশাল এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. আব্দুল হাই সরকার আম প্রতিকে নির্বাচন করবেন। এদিকে, প্রতিক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

(ওকে/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test