E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে এমপি প্রার্থীর পক্ষে ধর্মগ্রন্থ ছোঁয়ায়ে কাজ করানোর চেষ্টা, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

২০২৩ ডিসেম্বর ১৯ ১৯:৩৮:৩২
যশোরে এমপি প্রার্থীর পক্ষে ধর্মগ্রন্থ ছোঁয়ায়ে কাজ করানোর চেষ্টা, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে এক সংসদ সদস্য প্রার্থীর পক্ষে কতিপয় রাজনৈতিক নেতা পবিত্র ধর্মগ্রন্থ (আল কোরআন ও গীতা) ছোঁয়ায়ে নেতাকর্মীদের কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছেন।

শপথ পড়িয়ে নির্বাচনের মাঠে নামানোর যে চেষ্টা তাতে প্রমাণিত হয় এখানকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে তার সম্পর্কের গভীরতা কতটা কমেছে।

মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ এনেছেন। এইচ এম আমির হোসেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ছিলেন।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন আরও বলেন, কেশবপুরে অপরিচিত এতো বেশি মুখের (ব্যক্তিদের) বিভিন্ন বাসাবাড়িতে রাত্রিকালীন যাপন সাধারণ ভোটারদের ভীত করছে। সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন সরদার ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস।

উল্লেখ্য, একটি দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ধর্মগ্রন্থ ছোঁয়ানোর বিষয়টি জানাজানি হয়ে পড়ায় কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর এলাকার সাধারণ মানুষের ভেতর এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(এসএমএ/এএস/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test