E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গলবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট

২০১৪ নভেম্বর ০৯ ১৭:২৩:৩৪
মঙ্গলবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি : ৭ দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদিক সম্মেলন করে সংগঠনটি এ ঘোষণা দেয়।

সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব সফিকুর রহমান চৌধুরী বলেন, বিধি অমান্যকারী সিএনজি অটোরিক্সা ও অন্যান্য অবৈধ যানবাহন যেমন নছিমন, করিমন, বটবটি, সেচ যন্ত্র দিয়ে নির্মিত পাওয়ার টিলার ও ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে। মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করতে হবে। স্কুল-কলেজের সামনে ব্যতিত অন্যান্য স্থানের গতিরোধ বাধ অপসারণ করতে হবে। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরখাস্তকৃত চালকদের পুনর্বহাল এবং হবিগঞ্জ জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ করতে হবে। এসব দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২৭ অক্টোবর সিলেটে মালিক শ্রমিক প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনারের নিকট ৭ দফা দাবির একটি স্মারকলিপি দেয়া হয়েছিল। এতে বলা হয়েছিল ৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ৬ নভেম্বর থেকে ধর্মঘট পালন করা হবে। কিন্তু বিভাগীয় কমিশার তাতে কর্ণপাত করেননি। এছাড়া একটি রাজনৈতিক দলের হরতাল থাকায় তা পিছিয়ে ১১ নভেম্বর করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তারা হুশিয়ারি দেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান লেবু, সদস্য মো. সজিব আলী প্রমূখ।

(পিডিএস/এএস/নভেম্বর ০৯, ২০১৪)


পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test