E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিবন্ধিকে পিটিয়ে আহত, মামলা নেয়নি পুলিশ!

২০১৪ নভেম্বর ০৯ ১৭:২৫:২৪
প্রতিবন্ধিকে পিটিয়ে আহত, মামলা নেয়নি পুলিশ!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে গত ৪ নভেম্বর বাক প্রতিবন্ধি অলিমা খাতুন (১৮) বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাবার অপরাধে পিটিয়ে মারাত্মক আহত করেছে মহিবুল নামের এক ব্যক্তি।  

এই ব্যাপারে ওই প্রতিবন্ধীর পিতা মহিবুলের বিচারের দাবীতে এলাকার মন্ডল মাতববদের নিকট গেলেও তারা বিচার করেনি।

পরে থানায় মামলা করতে গেলে পুলিশও মামলা নেয়নি বলে বাক প্রতিবন্ধীর পিতা অভিযোগ করেছে।

অসহায় দরিদ্র পিতা কোন উপায় না পেয়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার স্বশরনাপন্ন হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা মামলা নেয়ার জন্য ইবি থানার অফিসার ইনচার্জকে লিখিতভাবে অনুরোধ জানান।
তারপরও ইবি থানার অফিসার ইনচার্জ মামলাটি আমলে না নিয়ে গড়িমশি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে শহিদুল খার মেয়ে বাক প্রতিবন্ধি অলিমা খাতুন বাড়ী থেকে বের হয়ে মহিবুলের বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।
এ সময় মহিবুল ক্ষিপ্ত হয়ে বাক প্রতিবন্ধি অলিমাকে লাথি ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক মারপিট করে।

অলিমার আর্ত্ চিৎকারে বাড়ীর পাশের লোকজন ছুটে আসলে মহিবুল ওই স্থান থেকে পালিয়ে যায়।
এ সময় লোকজন অলিমাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঝাউদিয়া ক্যাম্পে অভিযোগ দিলে ক্যাম্প ইনচার্জ এ এস আই আলম অভিযোগ আমলে না নিয়ে তাড়িয়ে দেয়।

পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করলেও থানায় মামলা লিপিবদ্ধ করেনি বাক প্রতিবন্ধী আলিমার পিতা অভিযোগ করেন।

এ ব্যাপারে মহিবুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি দেখবো।



(এমসিএইচ/এসসি/নভেম্বর০৯,২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test