E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো কম্বল

২০২৩ ডিসেম্বর ২০ ১৮:২৫:২৯
জামালপুরে এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো কম্বল

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় আড়াই হাজার দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও বালতি বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন। 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও জামালপুর উন্নয়ন সংঘের বাস্তবায়নে শহরের পাথালিয়া হযরত শাহজালাল (রা.) উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও বালতি বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর উদ্বোধন করেন।

কম্বল বিতরণকাল অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা,কনসালটেন্ট প্রত্যয়, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, হযরত শাহজামাল(র.) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, জামালপুর এপির এরিয়া ম্যানেজাার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা প্রমুখ।

এসময় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর এবং পৌরসভার ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫শ ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও বালতি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থার প্রতি প্রকৃত শীতার্ত মানুষদের চিহ্নিত করে শীতবস্ত্র বিতরণে আহ্বান জানান। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test