E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৯

২০২৩ ডিসেম্বর ২০ ১৮:৩১:০৩
র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৯

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় ছিনতাই হওয়া দুটি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, ঘুমের অষুধ উদ্ধার করা হয়। 

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ঢাকা, গোপালগঞ্জ, রবগুনা ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এই ছিনতাইকারীদের আটক করে বাগেরহাটের পিবিআই সদস্যরা।

বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জানান, পিরোজপুর থেকে র‌্যাব পরিচয়ে গত ৭ ডিসেম্বর ইজিবাইক ভাড়াা করে বাগেরহাটের মোরেলগঞ্জের বলভদ্রপুর এলাকায় এস চোর চক্রের সদস্যরা কৌশলে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ইজিবাইক চালকের অভিযোগের ভিত্তিতে পিবিআই এই মামলার তদন্ত করে মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন জেলা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, ঘুমের অষুধ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ইজিবাইক ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা শিকার করেছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test