E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে মানবিক পিতা মাতাদের সম্মাননা ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা 

২০২৩ ডিসেম্বর ২১ ১৭:০৯:২৯
ভৈরবে মানবিক পিতা মাতাদের সম্মাননা ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা 

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ভৈরবে মানবিক পিতা মাতাদের সম্মাননা দেয়া ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের চণ্ডিবের এলাকায় মেহের মোমতাজ মিলনায়তনে মানব কল্যাণ ভৈরব এর পরিচালক মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ ইবনে সোলায়মান।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. মাহিন সিদ্দিক।

মানব কল্যাণ ভৈরব এর সাধারণ সম্পাদক ইকবাল ফারাবীর সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষা বিষয়ক সম্পাদক ওশন জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. রাকিব রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, মানব কল্যাণ ভৈরব এর উপদেষ্ঠা শেখ ইসহাক, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো. আলাল উদ্দিন, আমির উদ্দিন গাজী, বিশিষ্ট সমাজ সেবক ইমরান হোসেন ফুল মিয়া, হাজী আসমত আলী এতিমখানার প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, রক্ত সৈনিক নজরুল ইসলাম, বাদল মিয়া, জুম্মান খান নিয়াজী, জাকির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মানবিক কর্মী স্বেচ্ছাসেবীদের গর্বিত পিতামাতা ও মানবিককর্মী স্বেচ্ছাসেবীসহ ৩৫০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে মানব কল্যাণ ভৈরব সংগঠন। মানুষ সামাজিক অবস্থান ও ঐক্যবদ্ধ ভাবেই সুন্দর ভাবে বাঁচে। মানুষ একা চলতে পারে না। এ সংগঠনের প্রদান কাজ হলো ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সেবা দেয়া। এ সময় অতিথিবৃন্দ স্বার্থহীন কাজ করায় সংগঠনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সফলতা কামনা করেন।

প্রধান অতিথি মির্জা সাজ্জাদ ইবনে সোলায়মান বলেন, একজন স্বেচ্ছাসেবী নিজের স্বার্থে কাজ করে না। আমাদের অঙ্গিকার যেন হয় সেবা বিলিয়ে দেয়া। প্রতিদিন আমরা যেন ঘুম থেকে উঠে চিন্তা করি সারাদিন একটি হলেও ভালকাজ বা মানবিক কাজ করবো।

(এসএস/এসপি/ডিসেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test