E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হবে ঈশ্বরদী

২০২৩ ডিসেম্বর ২২ ০০:৩০:১৪
বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হবে ঈশ্বরদী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাবনা-৪ আসনের নৌকার প্রার্থি গালিবুর রহমান শরীফ বলেছেন, আমরা যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সাথে সামিল হতে পারি, তাহলে ঈশ্বরদী শুধু উত্তরবঙ্গের অর্থনীতির প্রাণকেন্দ্রই হবে না, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে রূপান্তরিত হবে। সেজন্য ঈশ্বরদীর আপামর জনতার সহযোগীতা প্রয়োজন। তাই বিএনপি-জামাত ও বিদেশী পরাশক্তির সকল ষড়যন্ত্র পরাহত করে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় সেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গালিব শরীফ আরও বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন। স্মার্ট বাংলাদেশের রয়েছে চারটি মূল ভিত্তি। তারমধ্যে অন্যতম হলো স্মার্ট জনগণ, স্মার্ট জনসাধারণ। সেকারণে আমাদের মননে, চিন্তায় আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে হবে।

তিনি বলেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, আমার প্রয়াত পিতা সাবেক ভুমিন্ত্রী শামসুর রহমান শরীফের মার্কা এবং আমাদের সকলের মার্কা। তাই নৌকায় ভোট দিতে সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি থাকতে হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছেন, সেটি আরও বেগবান হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইপিজেড ও রূপপুর পারমাণবিক প্রকল্প দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের সকল নের্তৃবৃন্দ মিলে ঈশ্বরদীকে একটি সোনার জায়গায় রূপান্তরিত করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ঈশ্বরদী আধুনিক শহরে রূপান্তরিত হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসাহক আলী মালিথা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা। সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব মালিথা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহসান হাবীব জিতু, পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুর ইসলামসহ সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test