E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে’

২০২৩ ডিসেম্বর ২২ ১৫:২১:৩৭
‘ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে’

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার সকালে সিইসি যশোরে ১৩ জেলার নির্বাচনী ডিসি-এসপি, ওসি আনসার ও বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছে। তিনি সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর , গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সাথে এই বৈঠক করেছেন। যশোর শহরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরায়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।এই বৈঠকে ১৩ জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুপুরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল বলেন, যে কোনো মূল্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য রিটার্নিং অফিসারদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব ও পেশী শক্তির প্রয়োগ না হয় সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে। সাধারণ ভোটাররা যেন স্বাধীন ভাবে ভোট কেন্দ্রে এসে স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে।

(এসএমএ/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test