E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলা শহরে প্রথম বৈদ্যুতিক গাড়ি চার্জ স্টেশন উদ্বোধন হলো যশোরে

২০২৩ ডিসেম্বর ২২ ১৫:২৩:৩৩
জেলা শহরে প্রথম বৈদ্যুতিক গাড়ি চার্জ স্টেশন উদ্বোধন হলো যশোরে

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : জেলা শহরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে যশোরে।

শুক্রবার দুপুরে শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এই স্টেশনের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এই স্টেশন চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, 'বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্যে ঢাকার বাইরে কোনো চার্জিং স্টেশন ছিলো না।

যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো। এরপরে সারাদেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রােল পাম্পের মত হাজার হাজার লক্ষ লক্ষ চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এই মুর্হুতে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকশান না হয় তারজন্যে প্রতি ঘন্টায় চার্জিং এন একটি ফি নির্ধারণ করে দেওয়া হবে'। মিউলিটিক এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, 'এই অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই উদ্যোগে ওজোপাডিকো-এর সাথে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বৈদূতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কম হবে। একই সাথে জলবায়ু দূষণ কমবে। যা পরিবেশ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে'।

বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি বিদ্যুৎ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমানসহ অতিথিরা ফিতা কেটে স্টেশন উদ্বোধন করে। এরপর সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনার শুরুতে কিভাবে এই স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জি’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ।

উপস্থিত ছিলেন ওজোপাডিকো'র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো শামছুল আলম, প্রকল্প পরিচালক মো.মতিউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতে কলমে সবাইকে দেখানো হয়।

(এসএমএ/এএস/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test