E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় দুই ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন

২০২৩ ডিসেম্বর ২২ ১৭:১৩:৫৪
শৈলকুপায় দুই ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন

শেখ ইমন, শৈলকুপা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট করায় ঝিনাইদহের শৈলকুপায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন।

আজ শুক্রবার সকালে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া গ্রামের মৃত মনোরঞ্জন কুন্ডুর ছেলে রতন চন্দ্র কুন্ডু ও নতুনভুক্ত মালিথিয়া গ্রামের গোবিন্দ্র চন্দ্র সরকারের ছেলে সুজন সরকার এ সংবাদ সম্মেলন করেন।

তাদের অভিযোগ ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থক চাঁদ আলী মন্ডল তাদেরকে ট্রাক প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেয়। এসময় চাঁদ আলী মন্ডলের প্রলোভনে রাজি না হওয়ায় মারধরের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে লিখিত বক্তব্যে পাঠ করেন। লাঙ্গলবাঁধ এলাকায় নৌকার প্রচারণায় বিঘ্ন এবং পোস্টার লাগাতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, চাঁদ আলী মন্ডল আন্ডারওয়ার্ল্ডের সদস্য ছিলেন, তিনি অতীতে বহু মানুষের নির্যাতন-নিপীড়ন করেছেন। সুজন সরকারের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে কার্তিক সরকার গত বুধবার সকালে শ্মশান পাড়াতে নৌকার পোষ্টার লাগাতে গেলে চাঁদ আলী মন্ডল তাকে গড়াই নদীর কুলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলে, ‘তোর বাবাকে বলে দিস ওর সময় খুবই কম।’

স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনৈতিক নেতা চাঁদ আলী মন্ডলের ভয়ে তারা বাড়ি ছাড়া রয়েছে বলে অভিযোগ করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভুক্তভোগীগণ বলেন, চাঁদ আলী মন্ডলের সাথে তাদের ব্যক্তিগত বিরোধ নেই, রাজনৈতিক গ্রুপদ্বন্দ্বের কারণেই সম্প্রতি নৌকা প্রতীকে নির্বাচন করায় বিবাদ তৈরি হয়েছে। এসময় শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test