E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন রিমি এমপি 

২০২৩ ডিসেম্বর ২৩ ১৯:১৬:০০
নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন রিমি এমপি 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী নৌকার  প্রচারণায় চসে বেড়াচ্ছেন সিমিন হোসেন রিমি এমপি।

সকল আলোচনা-সমালোচনায় মধ্য দিয়ে গাজীপুর ৪ আসন সোস্যাল মিডিয়ার জরিপে দেখা গেছে, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি'র কোন তুলনাই নেই। বিএনপি হউক আর স্বতন্ত্র নির্বাচনে গেলেও সিমিন হোসেন রিমির জনপ্রিয়তার কাছে হার মানবে এমনটাই ধারণা উপজেলার জনসাধরণের। নৌকার মাঝি সিমিন হোসেন রিমি'র জনপ্রিয়তার কাছে টিকে থাকতে পারবে না মনে করেন সাধারণ মানুষ।

তিনি আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জণসংযোগ করেন।

এ-সময় উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদি ঈদগাহ মাঠ,ভিকারটেক,চর দুর্লভ খাঁ, কোশদী স্কুল মাঠ,আমরাইদ আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা, বালুচরা মোর,ডিসপুর বাজার,বেলাশী কোঠামনি বাজার এলাকায় গিয়ে জণসংযোগ শেষ করেন তিনি। নির্বাচনী প্রচারণায় সফর সঙ্গী ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির কমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আতাউজ্জামান বাবলু, রায়েদ ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা, সিমিন হোসেন রিমি'র ছেলে রাকিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মিলন প্রমুখ।

নৌকার মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর এ দেশকে বাঁচাতে হলে নৌকার বিকল্প নেই। দেশ স্বাধীন হওয়ার পর কোনো সরকার এতো উন্নয়ন করেনি এ সরকার উন্নয়নের সরকার। আমরা সবাই নিজেদের শুধরে আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করতে রাগ-অভিমান ভুলে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।

তিনি বলেন, নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test