E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে প্রতিহত করা হবে : গালিব শরীফ

২০২৩ ডিসেম্বর ২৪ ১৬:৩৪:৫৩
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে প্রতিহত করা হবে : গালিব শরীফ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-৪ আসনের নৌকার প্রার্থি গালিবুর রহমান শরীফ বলেছেন, নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামাত। স্বাধীনতা বিরোধী এসব অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চাইলে তাদের প্রতিহত করা হবে। এদেশের মানুষ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সাধারণ জনগণ আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য অপো করছেন। সুতরাং সকল ষড়যন্ত্র প্রতিহত করে কোনো প্রকার বাধা ছাড়াই সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশীতে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। পাকশী ইউনিয়নের সারিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ এ পথসভার আয়োাজন করে।

বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে দাবি করে গালিব শরীফ আরও বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে যাত্রীবাহী বাসে ও ট্রেনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। মতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে। সাধারণ জনগণ বিএনপি-জামাতের এসব সন্ত্রাসী কর্মকান্ডকে প্রত্যাখ্যান করেছে।

সভাপতিত্ব করেন পাকশী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আঃ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, সহ-সভাপতি এনামুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, যুগ্ম সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, মুক্তিযুদ্ধকালীন পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ফজলুল হক বুদু প্রমূখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আঃলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা।

সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করণ ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহবান জানান।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test