E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট- ৩

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

২০২৩ ডিসেম্বর ২৪ ১৯:২০:০৩
নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট- ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদারের পোস্টার-পোস্টার ছিড়েফেলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।

আজ রবিবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদার বলেন, নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মোংলা-রামপালে গণসংযোগ, সভা, সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এই স্বতন্ত্র প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, পৌরসভার ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাকিল ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test