E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের পক্ষে মাঠে নামলো যুবলীগ

২০২৩ ডিসেম্বর ২৪ ১৯:৩১:৪০
যশোরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের পক্ষে মাঠে নামলো যুবলীগ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের পক্ষে মাঠে নামলো আওয়ামী যুবলীগ। আজ রবিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ বলেন, কেশবপুরের মানুষ বর্তমানে অবহেলিত ও বঞ্চিত। এখানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যে অনিয়ম ও দুর্নীতি আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। এবারের নির্বাচনে এখানকার কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেনকে মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমরা জনগণের বাইরে যেতে চাই না। কেশবপুরে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম সেই অনিয়মের অবসান ঘটাতে আমরা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা আওয়ামী যুবলীগ কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষে আজ থেকে মানুষের দোয়ারে দোয়ারে যাবো। কোন হুমকি ধামকি রক্তচক্ষু কেশবপুরবাসী বরদাস্ত করবে না। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কাজ করে যাবো। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের জন্য যুবলীগ নেতা শহিদুজ্জামান শহিদ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুলসহ উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তারা পৌর শহরে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেনের কাঁচি প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ছাড়াও আরও তিনজন নির্বাচনে অংশ নিয়েছেন। তারা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান এবং জাতীয় পার্টি মনোনীত জি এম হাসান।

(এসএ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test