E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে বড়দিন উদযাপন

২০২৩ ডিসেম্বর ২৫ ১২:২৪:১৭
কাপ্তাইয়ে বড়দিন উদযাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রিস্টানদের উৎসব ও উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মের স্মরণ করে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে উৎসব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়। প্রতি বছর মতো যীশু খ্রিস্টের জন্মের স্মরণ করে উদযাপিত হয়।

দিনটিতে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। বাড়িগুলো সজ্জিত করা হয়েছে রঙিন আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে। উপহার বিনিময় যীশু খ্রিস্টের জয়গানে দিনটি উদযাপিত হয় সম্মিলিত প্রয়াসে।গির্জাগুলোতে প্রার্থনার আগে ও পরে বড়দিনের বিশেষ স্তুতি গান গাওয়া এসময়ে চার্চের পালক রেভারেন্ট সখরীয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। কেক কাটা উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, রাঙামাটি জেলার সহ সভাপতি অজয় সেন সহ মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test