E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কষ্ট হলেও ভোট দিতে কেন্দ্রে যাবেন, প্রত্যেকের ভোট আমার প্রয়োজন’ 

২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:১২:৩৭
‘কষ্ট হলেও ভোট দিতে কেন্দ্রে যাবেন, প্রত্যেকের ভোট আমার প্রয়োজন’ 

রূপক মুখার্জি, লোহাগড়া : হাঁটুর ইনজুরি নিয়েই নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা গণ সংযোগে নেমে পড়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে তিনি সালাম, শুভেচ্ছা  কুশল বিনিময় শেষে ভোট চাইছেন। 

নড়াইল-২ আসনে ( নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া) দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা। দলীয় মনোনয়ন পেলেও হাঁটুর ইনজুরির কারণে তিনি নির্বাচনী মাঠে আসতে পারেন নাই।

দীর্ঘ এক মাস পর গত ২৪ শে ডিসেম্বর মাশরাফী বিন মোর্তজা নড়াইলে আসেন। তাঁর নির্বাচনী এলাকায় এসেই পায়ের ব্যথা নিয়েই মাশরাফী ভোটের মাঠে নেমে পড়েছেন। আর ভোটের মাঠে মাশরাফীকে পেয়ে দারুন খুশি ভোটাররা। মাশরাফী যে এলাকায়ই যাচ্ছেন, সেই এলাকার মানুষ তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসায় বরণ করে নিচ্ছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় মাশরাফী বিন মোর্তজা নিজ বাড়ি থেকে দলীয় নেতাকর্মী আর সমর্থকদের সাথে নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে পৌঁছান। এ সময় নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখিসহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মিঠাপুর বাজারে গণসংযোগ করেন। এরপর তিনি দরি-মিঠাপুর, ভাটুদাহ, কালা চাঁদপুর, এলাকায় গণসংযোগ শেষে লোহাগড়ার লাহুড়িয়ায় পৌঁছান। এরপর বিকালে তিনি লাহুড়িয়ার কল্যানপুর, ঝামারঘোপ, হ্যাচলাগাতীসহ অন্যান্য এলাকায় গণসংযোগ শেষে নড়াইলের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

ভোটারদের উদ্দেশ্যে মাশরাফি বিন মোর্তজা বলেন, " আমি আপনাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল-২ আসনের অভিভাবক। তিনি আমাকে দ্বিতীয়বারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। নড়াইল ও লোহাগড়ার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের কাছে দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই। কষ্ট হলেও আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের প্রত্যেকের ভোট আমার প্রয়োজন। নৌকা প্রতীকে ভোট দিয়ে নড়াইল ও লোহাগড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন"।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test