E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় নৌকা প্রার্থীর ৪ কর্মী আহত

২০২৩ ডিসেম্বর ২৭ ২২:৫৩:৫৬
বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় নৌকা প্রার্থীর ৪ কর্মী আহত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়াওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদারে (ঈগল পাখি) কর্মীদের হামলায় আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের ৪ কর্মী আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে চায়না মার্কেটের চায়ের দোকানে হামলায় আহতারা হলেন, ইলিয়াস হাওলাদার (৩৮), দুলাল জমাদ্দার (৩৮), মনিরুল ইসলাম খান (৩৬) ও আলতাফ হোসেন (৪০)। নৌকার এই চার কর্মীকে কুপিয়ে মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আহত করা হয়েছে। আহতদের মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় ঘটনায় নৌকার নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এঘটনার পর এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। হামলায় ঘটনায় মোংলা থানা মামলা হয়েছে।

আহতদের পরিবার জানান, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে চায়না মার্কেটের চায়ের দোকানে ভোট নিয়ে আরোচনা করছিলেন নৌকার প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের কর্মীরা। এসময়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়াওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিস আলী ইজারাদারে (ঈগল পাখি) ২৫ থেকে ৩০ জন কর্মী রামদা, কুড়াল, হাতুড়ি, ছুরি নিয়ে নৌকার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় নৌকার চার কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। হামলার খরব পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত খান মোংলায় ছুটে যান। হামলার পর সুন্দরবন ইউনিয়নে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test