E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভোটারদের হুমকি-ধামকি দিলে শাস্তির বিধান করা হয়েছে’

২০২৩ ডিসেম্বর ২৮ ১৭:৫৯:২১
‘ভোটারদের হুমকি-ধামকি দিলে শাস্তির বিধান করা হয়েছে’

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোন কারন নাই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধামকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নি:সংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

এসময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক- ই-লাহী চৌধুরী, রংপুর রেন্জের আ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে দায়িত্ব প্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে ৪ টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দী এমপি প্রার্থীদের সাথে মতবিনিয় করবেন।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test