E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০২৩ ডিসেম্বর ২৮ ২৩:০৫:০২
দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের শুঁটকি পল্লী দুবলার চরের ৬ জেলেকে একটি ট্রলারসহ ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা দুইটার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার  কাছে বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।

দুবলার আলোরকোল থেকে ঐসব জেলেদের মহাজন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ মোবাইল ফোনে বলেন, বুধবার (২৭ ডিসেম্বর) বেলা দুইটার দিকে তার ৬ জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে বাংলাদেশের জলসীমায় সাগরে মাছ ধরছিলো। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিড বোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় নিয়ে যায়।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে, ট্রলার মাঝি ইলিয়াস, ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে নিশ্চিত করেছেন মহাজন আব্দুল হাই শেখ।

সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরে দুবলার আলোরকোলের ৬জন জেলে সাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিলো। এ সময় ভারতীয় বিএসএফ এসে সাগর থেকে ঐ জেলেদের ধরে ভারতে নিয়ে গেছে। এঘটনায় দুবলারচরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

কোস্টগাডের্র সুন্দরবনের আলোরকোল কন্টিনজেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সুন্দরবনের আলোরকোলের জেলেরা আমাদের জানিয়েছে বাংলাদেশ জলসীমায় মাছ ধরা অবস্থায় বিএসএফ ৬ জেলে ধরে নিয়েগেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test