E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনা-৩ 

আচরণবিধি লঙ্ঘণে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

২০২৩ ডিসেম্বর ২৮ ২৩:৩৪:১৩
আচরণবিধি লঙ্ঘণে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

চাটমোহর প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা আর স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে।

আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দিয়েছেন।

আসনটিতে টানা তিনবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ জেলা আওয়ামীলীগের সদস্য। তিনি উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।

দুই প্রার্থীকে দেয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি আপনার (আপনাদের) নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন। যা একটি নির্বাচন পূর্ব অনিয়ম।

আপনার (আপনাদের) এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপতঃদৃেষ্ট প্রতিয়মান হয়েছে।

আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদাণ করা হবে।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আওয়ামীলীগের প্রার্থী মকবুল হোসেনের মুঠোফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।

তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ বলেন, নোটিশ এখনও হাতে পাইনি। অধিক নির্বাচন ক্যাম্পের বিষয়টি নজরে আসেনি। কর্মী-সমর্থকরা করতে পারেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশিল। কর্মী-সমর্থকদের আইন মেনে চলতে নির্দেশ দেয়া হবে। নোটিশ পেলে যথাসময়ে জবাব দেয়া হবে

(এস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test