E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিতাকে ফের নির্বাচিত করতে দিনরাত নৌকার পক্ষে ভোট চাচ্ছেন পুত্র মিতুল হাকিম

২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:৪৬:০৪
পিতাকে ফের নির্বাচিত করতে দিনরাত নৌকার পক্ষে ভোট চাচ্ছেন পুত্র মিতুল হাকিম

একে আজাদ, রাজবাড়ী : আগামী ৭ জানুয়ারী-২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য (নৌকা) প্রার্থী হয়েছেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও চার বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। এবার দিয়ে ছয় বার আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তিনি।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন, স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক (সোনালি আঁশ), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া (মশাল) ও মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল (ছড়ি)।

তাই বাবাকে আবারও এমপি নির্বাচিত করতে জনসাধারণের দারে দারে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য করোনা কালীণ সময়ে অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানবতার ফেরিওয়ালা খ্যাত মো. আশিক মাহমুদ মিতুল।

দলীয় নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক, হাট বাজার, চায়ের দোকান, ফসলের মাঠে কাজ করা শ্রমিক সহ পথে প্রান্তে দিন ভর লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন, রাজবাড়ীর যুব সমাজের অহংকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আশিক মাহমুদ মিতুল। ছুটে বেরাচ্ছেন নির্বাচনী এলাকার একপ্রান্ত থেকে অপর প্রান্তে।

মো. আশিক মাহমুদ মিতুল বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে যুব সমাজের কাজ উৎসব মূখর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করা এবং ভোট দিতে সকলকে উৎসাহিত করা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলেই নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে সাধুবাদও জানান তিনি।

বাবার জন্য নির্বাচনী গণসংযোগে সাথে থাকছেন, রাজবাড়ী-২ আসনের পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছা সেবক লীগ, যুবলীগ, ছাত্রলী সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

(একে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test