E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় উপমন্ত্রীর ৩ কর্মী আহত, অফিস ভাঙচুর

২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:৫২:২৬
বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় উপমন্ত্রীর ৩ কর্মী আহত, অফিস ভাঙচুর

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর করে নৌকার তিন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।

আজ শনিবার রাত ৯টার দিকে মোংলার চিলা বাজারে নৌকার নির্বাচনী অফিসে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদারে (ঈগল পাখি) ভাই বুলবুল ইজাদার উপস্থিত থেকে এই হামলার ঘটনা ঘটিয়েছে অভিযোগ করেছেন উপমন্ত্রী হাবিবুন নাহার। হামলাকারীরা নৌকা প্রতীকের পোস্টার ছেড়ে ফেলার পাশাপাশি অফিসের চেয়ার আসবাবপত্র ভাঙ্গেন চালায়। হামলায় আহত মহসিন, ফারুক ও জাহিদুল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

উপমন্ত্রীর নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও নৌকার তিন কর্মীকে পিটিয়ে আহতের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজনা এড়াতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামসহ বিপুল সংখক পলিশ রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান নেন।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, চিলা বজারের নৌকার নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর ও আহতের ঘটনার খবর পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়। এঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test