E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী লিটুকে জড়িয়ে ধরলেন মাশরাফী

২০২৩ ডিসেম্বর ৩০ ১৯:২১:২৮
গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী লিটুকে জড়িয়ে ধরলেন মাশরাফী

রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইল- ২ আসনের ( নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) আ'লীগ মনোনীত নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্তজা গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সৈয়দ ফয়জুল আমির লিটুকে জড়িয়ে ধরলেন। কুশল বিনিময়ের পর করলেন আলিঙ্গন। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটের মাঠে সরব আলোচনার সৃষ্টি হয়েছে। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে আলোচিত দুই প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতিক নিয়ে ভোটের মাঠে সামিল হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচনী গণসংযোগকালে লোহাগড়া শহরের লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় নৌকার প্রার্থী নন্দিত ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটুকে দেখা মাত্র গাড়ি থেকে নেমেই বুকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, হাস্যোজ্জল মুখে দু'জন দু'জনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এ সময় উপস্থিত দুই প্রার্থীর সমর্থকেরা, মাশরাফির পক্ষে নৌকা নৌকা বলে শ্লোগান দিতে থাকে, অপরদিকে লিটুর পক্ষে ট্রাক ট্রাক বলে শ্লোগান দিতে থাকে। দুই প্রার্থীকে এক সঙ্গে দেখে দু'পক্ষের কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আলিঙ্গন শেষে মাশরাফি তার গণসংযোগের জন্য ওই এলাকা ত্যাগ করেন। স্বতন্ত্র প্রার্থী লিটুও গণসংযোগের জন্য ওই এলাকা ত্যাগ করেন।

নড়াইল-২ আসনে দু'জন হেভিওয়েট প্রার্থীর আলিঙ্গনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটের মাঠ সরগরম হয়ে পড়েছে। এতে ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test