E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

২০২৩ ডিসেম্বর ৩১ ১৯:৩৫:২৩
বাগেরহাটে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট ৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ পৌরসভা ও হোগলাবুনিয় ইউনয়নের বিভিন্ন ওয়ার্ডে দুটি পথসভার, উঠান বৈঠক ও লিফরেট বিতরন করে ব্যাপক গণসংযোগ করেন। একই আসনে তৃর্ণমূল বিএনপি প্রার্থী লুৎফন নাহার রিক্তা শরনখোলা উপজেলায় গণসংযোগ করেন।

মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে গণসংযোগ করেন লাঙ্গলের প্রার্থী সাজন কুমার মিস্ত্রী। সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. বদরুজ্জামান হোগলাপাশা ইউনিয়নে গণসংযোগ করেন। এনপিপি প্রার্থী মোহম্মদ লোকমান পুটিখালী ইউনিয়নে ও চিংড়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন বিএনএম প্রার্থী রেজাউল আসলাম রাজু।

বাগেরহাট ১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলালের পক্ষে দলীয় নেতৃর্বৃন্দ তার নির্বাচনী এলাকা ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক ও লিফরেট বিতরন করে গণসংযোগ করেন। একই আসনে লাঙ্গলের প্রার্থী মো. কামরুজ্জামান ফকিরহাট উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেন। তৃর্ণমূল বিএনপি প্রার্থী মো. মাহফুজুর চিতলমারী সদরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এনপিপির প্রার্থী বাসুদেব গুহ মোলাহাটের আটজুড়ি ইউনিয়নে গনসংযোগ করেন। বাংলাদেশ কগ্রেসের প্রার্থী এইচ এম আতাউর রহমান ফকিরহাটের মানসা-বাহিরদিয়া বিভিন্ন ইউনিয়নে ও বিএনএম প্রার্থী মনজুর হোসেন শিকদার মোল্লাাহাট উপজেলা সদরসহ ইউনিয়নে গণসংযোগ করেন।

বাগেরহাট ২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট সদরের কাড়াপাড়া ও রাখালগাছি ইউনিয়নে বিভন্ন এলাকায় দুটি পথসভা উঠান বৈঠকের করে ব্যাপক গনসংযোগ করেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু কচুয়ার ধোপাখালী ও গজালিয়া সদরের ইউনিয়নে, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে। তৃর্ণমূল বিএনপি প্রার্থী মরিয়ম সুলতানা বেমরতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। জাকের পার্টির প্রার্থী খান আরিফুর রহমান বাগেরহাট সদরের যাত্রাপুর ও বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। বিএনএম প্রার্থী সোলায়মান শিকদার নয়ন কচুয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।

বাগেরহাট ৩ আসনের নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার রামপাল ও মোংলায় ৩টি পথসভা ও কয়েকটি উঠান বৈঠকসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। একই আসনের তৃর্ণমূল বিএনপি প্রার্থী মেনোয়াল সরকার রামপালের হুড়কা ইউনিয়নে গণসংযোগ করেন। জাসদ প্রার্থী শেখ নূরুজ্জামান মাসুম গৌরম্ভা ইউনিয়নে গনসংযোগ করেন। জাপার প্রার্থী মো. মরিরুজ্জামান মনির রাজনগর ও উজলকুড় ইউনিয়নে ও বাংলাদেশ কগ্রেসের প্রার্থী মফিজুল ইসলাম গাজী মোংলার মিঠাখালী ইউনিয়নে গণসংযোগ করেন। বিএনএম প্রার্থী সুব্রত মন্ডল বাশতলী ইউনিয়নে গণসংযোগ করেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুটি পথসভাসহ উঠান বৈঠক করেন।

(এসএসএ/এএস/ডিসেম্বর ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test