E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নৌকা সঠিক গন্তব্যে পৌঁছাতে জনগণ হাল ধরেছে’

২০২৪ জানুয়ারি ০১ ১৭:২৯:০১
‘নৌকা সঠিক গন্তব্যে পৌঁছাতে জনগণ হাল ধরেছে’

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-৪ আসনের নৌকার তরুণ প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঈশ্বরদী-আটঘোড়িয়ার জনগণের ওপর আস্থা রেখে নৌকার বৈঠা আমার হাতে তুলে দিয়েছেন। এখন আগামী ৭ তারিখে নৌকা সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য এখানকার জনগণ হাল ধরেছে। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াত যে অপতৎপরতা চালাচ্ছে, তা কোন কাজে আসবে না। আগামী ৭ জানুয়ারি ঈশ্বরদী ও আটঘরিয়ার সকল কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেল করে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে উন্নয়নের প্রতীক নৌকা অবশ্যই সঠিক গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। 

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠোন বৈঠকে তিনি একথা বলেন।

বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠোন বৈঠক জনসভায় রূপ নেয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রুবেল প্রামানিক। সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা আঃলীগের মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া ফেরদৌস কাকলী, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষানী বেলী বেগম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test