E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

২০২৪ জানুয়ারি ০১ ১৮:২৬:২৭
টাঙ্গাইলে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : "নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন" - এই স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ 'বই উৎসব' উদযাপিত হয়েছে। 

আজ সোমবার (১ জানুয়ারী) বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান করে উদযাপিত হলো 'বই উৎসব'।

আর এই উৎসবে নতুন বইয়ের ঘ্রাণ, নতুন শ্রেণী কক্ষ আর নতুন ইউনিফর্মে সকল শিক্ষার্থীর চোখেমুখে বয়ে গেলো আনন্দের বন্যা। নতুন ক্লাসে নতুন পাতায় নতুন নতুন স্বপ্নে বিভোর আমাদের ছোট্ট সোনামণিদের দু চোখ।

বই খুললেই বাহারি প্রচ্ছদে নতুন নতুন কবিতা, গল্প আরো কত কি? প্রতি পাতায় পাতায় কৌতূহল। কৌতুহলী চোখে নতুন বইয়ের ঘ্রাণ নিতে ব্যস্ত ছোট্ট শিক্ষার্থী। এ এক অন্য রকম অনুভূতি। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুব খুশি। নতুন বই তাদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী করে তুলবে-এমনটিই জানালেন একাধিক শিক্ষার্থী।

বই উৎসব উপলক্ষে টাঙ্গাইল কালেক্টর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়ের সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিগণ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন। এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৮২ হাজার ৫১৮ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই এবং ৪ লাখ ৩১ হাজার ৩২৩ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৩০ হাজার ৩২২টি বই বিতরণ করা হয়েছে।

(এসএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test