E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ বিএনপির

২০২৪ জানুয়ারি ০১ ১৮:৫৯:১০
ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ বিএনপির

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : সংসদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিএনপি লিফলেট বিতরণ করেছে। আজ সোমবার সকালে জেলা বিএনপির আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, হরিণাকুণ্ডুর বিএনপি নেতা তাইজাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

বিএনপি নেতারা বিভিন্ন হাট বাজার, দোকানপাট ও বিপনী বিতানে গিয়ে সাধারন ভোটার ও মানুষকে অবৈধ ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ।

তিনি জনতার উদ্দেশ্যে বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করে সাধারন ভোটারদের নিরুৎসাহী করতে সবাইকে কাজ করতে হবে। কারণ এই ভুয়া নির্বাচন দেশের জনগন মানে না। তিনি বলেন একতরফা নির্বাচন বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নইলে জনগন শেখ হাসিকে টেনে হচড়ে গদি থেকে নামাবে।

এদিকে সোমবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কালীগঞ্জ শহরের হাট চাঁদনী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি শু আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তরিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test