E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোকালয় থেকে উদ্ধার বন্যশুকর সুন্দরবনে অবমুক্ত

২০২৪ জানুয়ারি ০১ ১৯:১৬:১৩
লোকালয় থেকে উদ্ধার বন্যশুকর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামে সোমবার সকালে সুন্দরবন থেকে আসা বিশাল একটি বন্যশুকর উদ্ধার করা হয়েছে। ভোলা নদী পার হয়ে প্রথমে বন্যশুকরটি সোনাতলা গ্রামের মাঠের আমন ধান তছনছ করে বকুলতলা গ্রামের রুবেল শাহ’র বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে। একপর্যায় গ্রামবাসী ও বন্যপ্রানী রক্ষায় সেচ্ছাসেবী সংঠনের কর্মীরা সকালে বন্যশুকরটি আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে বন্যশুকরটি সুন্দরবনের শরিণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা বন্যপ্রাণী রক্ষা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম জানান, সুন্দরবন থেকে আসা বিশাল একটি বন্যশুকর বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মাঠের আমন ধান তছনছ করে বকুলতলা গ্রামের রুবেল শাহ’র বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে। খবর পেয়ে সংগঠনের সদস্য রাকিব, আলামীন ও রুবেলসহ তারা ঘটনাস্থলে যান। পরে গ্রামবাসীর সহায়তায় কৌশলে শুকরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজুরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে লোকালয়ে চলে যাওয়া বন্যশুকরটি সোমবার সকালে গ্রামবাসী ও বন্যপ্রাণি সেচ্ছাসেবকরা ধরে তাদের কাছে হস্তান্তর করে। আনুমানিক চার বছর বয়সের স্ত্রী প্রজাতির বন্যশুকরটির ওজন প্রায় ৪০ কেজি। দুপুর দুইটার দিকে শণেখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে বন্যশুকরটি অবমুক্ত করা হয়েছে।

(এসএসএ/এএস/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test