E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে, দৌড়েছি বলেই মেগা প্রকল্প নড়াইলে আসছে’

২০২৪ জানুয়ারি ০১ ১৯:২০:৫৩
‘আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে, দৌড়েছি বলেই মেগা প্রকল্প নড়াইলে আসছে’

রূপক মুখার্জি, লোহাগড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মুর্তজা বলেছেন, ‘আমি একটা কাজে লেগে থাকতে পারি। আমি কষ্ট করতে পারি। আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে। অফিস থেকে অফিসে আমি দৌড়েছি বলেই আজকে মেগা প্রকল্প নড়াইলে আসছে।’

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মাশরাফি।

পথসভায় মাশরাফী বলেন, " আমি একটা কাজে লেগে থাকতে পারি। আমি কষ্ট করতে পারি। আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে। অফিস থেকে অফিসে আমি দৌড়েছি বলেই আজকে মেগা প্রকল্প নড়াইলে আসছে। আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো আপনাদের বাড়ির পাশেই হয়েছে। এগুলো যদি না আসে আপনাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করবে কোথায়, ট্রেনিং করবে কোথায়"।

তিনি বলেন, সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দেবে, নিজেরা ভালো থাকতে পারবে। তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। আজকে নড়াইলের অনেক মানুষ আছে যারা রাজনীতি করছে, পাশাপাশি নিজস্ব অবস্থানকেও সুন্দরভাবে তৈরি করেছেন। সেই অবস্থান যাতে তৈরি করা যায় তাই এই নির্বাচন।

তিনি আরও বলেন, আমি আশা করি আগামী ৭ জানুয়ারি আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি দেবেন। আমি নৌকা প্রতীক নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি আপনারা আপনার সন্তানকে ভোটটা দিয়ে আপনার সন্তানদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন।

এরপর মাশরাফী কাশীপুর ইউনিয়নের বসুপটি, কাশীপুর, ধোপাদহ, সাহাবাজপুর, চালিঘাট, গন্ডব, বাহিরপাড়া নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর স্কুল, রায়গ্রাম বটতলা, ব্রাহ্মনডাঙ্গা বাজার, ছত্রহাজারী বাজার, শুলটিয়া, আড়পাড়া, মানিকগঞ্জ বাজার, দেবী এবং শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঁঠালতলা , রঘুনাথপুর মাদ্রাস, শিয়রবর বাজার, শেখপাড়া বাতাসি প্রাইমারি স্কুল, মন্ডলবাগ বাজার, চর শালনগর স্কুল ও মাকড়াইল হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচার-প্রচারনা ও গনসংযোগ করেন।

উল্লেখ্য, নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল), এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। এর মধ্যে ১,৮১,৯৯০ পুরুষ ভোটার ও ১,৮৩,৭৩৬ জন মহিলা ভোটার রয়েছেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test