E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

২০২৪ জানুয়ারি ০১ ২৩:০৪:৪৩
রাজবাড়ীতে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

একে আজাদ, রাজবাড়ী : সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা আদালত বর্জন করেছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে আদালত বর্জন করে অবস্থান নেন আইনজীবীরা।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ এন এম শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এ বারী বক্তব্য দেন।

বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারী দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে। পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা আদালত বর্জন করেছি। আমাদের এ কর্মসূচির মধ্য দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

আদালত বর্জনের এ কর্মসূচী আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান বক্তারা।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test