E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন’

২০২৪ জানুয়ারি ০২ ১৬:৩৪:৫১
‘আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন’

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আগামী ৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়া ও শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাদ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচনকে বানচাল করতে চাইলে আর ছাড় দেয়া হবে না। গতকাল সোমবার ভৈরব পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় রাত ৮টায় নির্বাচনী প্রচারনা সভায় এক কর্মী সমাবেশে যোগদান করে এ কথাগুলো বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন।

এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এতে যদি কেউ বাধা দেই বা হুমকি ধামকি দেয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করবো। আমরা চাই মানুষ উৎসবমুখর পরিবেশে তার নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রধান করুক।

তিনি আরো বলেন, তারা ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তাদের এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগ ভয় পায়না। এবার নির্বাচন বানচাল করতে চাইলে আর ছাড় দেয়া হবে না। এবার নির্বাচনে জয়লাভ করতে পারলে ভৈরবকে নিজেরমত করে সাজানোর ঘোষণা দেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের পথসভায় পৌর ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পথসভায় ৩নং ও ৪নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথ সভায় যোগ দেন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মজনু মিয়ার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল হক শিমুল প্রমুখ।

(এসএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test