E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইল- ৬ আসনে ভোটারদের আস্থা বেড়েছে নৌকায়

২০২৪ জানুয়ারি ০৩ ১৬:৫১:২২
টাঙ্গাইল- ৬ আসনে ভোটারদের আস্থা বেড়েছে নৌকায়

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ সংসদীয় আসনে (দেলদুয়ার-নাগরপুর) ভোটারদের আস্থার প্রতীক নৌকা। বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে গত ৫ বছরে দেলদুয়ার- নাগরপুরে অভূতপূর্ব উন্নয়ন নতুন ভোটারদের আকৃষ্ট করেছে। সকল নাগরিক সুবিধা, নতুন কর্মসংস্থান সম্ভবনা, কর্মমুখী শিক্ষার নিশ্চিত পরিবেশ, যুগোপযোগী গ্রামীণ রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা -এসব উন্নয়নে তরুণ ভোটারগণ ঝুঁকেছে নৌকায়। নৌকা মানে উন্নয়ন আর অগ্রগতি। তরুণ ভোটার দায়িত্ব নিয়েছে নৌকাকে বিজয়ী করবার। তাদের আশেপাশের সাধারণ মানুষকে উন্নয়নের বার্তা শুনিয়ে ভোট প্রার্থনা করছেন। সাধারণ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে একটি সুন্দর, উন্নত দেলদুয়ার-নাগরপুরের।

একদল তরুণ মাঠঘাট চষে বেড়াচ্ছে। তাদের হাতে আছে উন্নয়নের বার্তা, বুকে আছে সুপ্ত স্বপ্ন। তাদের প্রচেষ্টা আজ সফল হতে চলছে। নতুন ভোটারদের সাথে যোগ হয়েছে প্রবীণ ভোটারগণ। তারা দৃশ্যমান উন্নয়নে তরুণদের সাথে সহমত পোষণ করছেন। ভোগ করছেন নৌকার উন্নয়ন। আজ দেলদুয়ার-নাগরপুরে ঘরের বাইরে বের হলেই পাঁকা রাস্তা। হাত বাড়িয়ে দিলেই মিলছে যানবাহন। সুইচ টিপলেই জ্বলে উঠছে ঝলমলে আলো। টিভির স্ক্রিনে ভেসে উঠছে সারা বিশ্ব। শিশু বা বয়োজ্যেষ্ঠরা হঠাৎ অসুস্থ হলেই মিলছে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা।

টাঙ্গাইল ৬ সংসদীয় আসনে নৌকা প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নের রুপকার আহসানুল ইসলাম টিটু। এই যুদ্ধের চেয়েও অনেক বড় যুদ্ধ সামলেছেন বিশ্ব যখন করোনা আক্রান্ত তখন থেকে এ পর্যন্ত। টাঙ্গাইল জেলায় বরাদ্দ উন্নয়ন বাজেটের সিংহভাগই বগলদাবা করে এনেছেন দীর্ঘদিনের অবহেলিত দেলদুয়ার-নাগরপুরের হতদরিদ্র মানুষের জন্য। তিনি নৌকার হাল ধরার পর থেকেই জ্যামিতিক হারে বেড়েছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন জাতীয় মানব সম্পদ উন্নয়নের সকল ভাতা কার্ড। দুটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ সকল বিভাগের সেবা প্রদানকারীর সংখ্যা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উপকরণ (নতুন ভবন,পুরাতন ভবন সংস্কার, ডিজিটাল ল্যাব, কারিগরি প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ কেন্দ্র) বহুগুণে বেড়ে ফিরেছে শিক্ষার মান ও পরিবেশ।

আহসানুল ইসলাম টিটুর সময়ে ত্বরান্বিত হয়েছে প্রশাসনিক ও পুলিশি সেবা। বটবৃক্ষের মত দেলদুয়ার-নাগরপুরের সাধারণ মানুষ, প্রাকৃতিক সম্পদ ও মা-মাটিকে ছায়া দেওয়া, তাদের সমস্ত ভালো মন্দের সাথী সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামীতে দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নের রুপকার আহসানুল ইসলাম টিটুর হাতেই তুলে দিয়েছেন উন্নয়নের প্রতীক 'নৌকা'।

এ বিষয়ে সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে আবারো দেলদুয়ার-নাগরপুরের মানুষের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ পেতে নৌকা প্রতীক আমাকে দিয়ে পাঠিয়েছেন। গত পাঁচ বছরে এ সংসদীয় আসনে যে উন্নয়ন হয়েছে তা আমার এলাকার মানুষ দেখেছেন। করোনা সময়ে মানুষের সেবা করতে গিয়ে আমার বাবাকে হারিয়েছি। তারপরও করোনা মহামারীতে আমি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমত সকল সেবা দিতে সচেষ্ট ছিলাম। আশা করি তারা মনে রেখেছে। আমি আবারো নৌকা প্রতীক নিয়ে তাদের কাছে এসেছি। তারা নিশ্চয়ই আগামী ৭ জানুয়ারী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ও আগামীতেও তাদের সেবা করার সুযোগ দিবেন।

(এসএম/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test