E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে রেল লাইনের ফিস প্লেট চুরির সময় ২ সহোদর আটক

২০২৪ জানুয়ারি ০৩ ১৮:০৪:৩৮
ভৈরবে রেল লাইনের ফিস প্লেট চুরির সময় ২ সহোদর আটক

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফিস প্লেট ও নাটবল্টু খুলে নেয়ার সময় কিশোরগঞ্জের ভৈরবে ২ সহোদরকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে রিমন (২২) ও সাগর (২৪)।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম রেল পথের জগন্নাথপুর এলাকার ৩৩নং ব্রীজের নিকট রেল লাইন থেকে রেলের সরঞ্জামাদি চুরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় এলাকাবাসীর সহযোগীতায় ইমন ও সাগর নামে ২ যুবককে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে রাখা ৩টি ফিস প্লেট ও ৫টি নাট উদ্ধারসহ জব্দ করা হয়েছে। আটককৃতরা পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। সম্পর্কে তারা আপন ভাই।

তিনি আরো বলেন, তারা দু’জন চিহ্নিত চোর। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। রেলওয়ের মালামাল চুরির অভিযোগে ইতিপূর্বে রিমনের নামে ভৈরব রেলওয়ে থানায় ৪টি ও সাগরের নামে ২টি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন।

(ওএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test