E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গফরগাঁও উপজেলায় রাজতন্ত্রের অবসান চায় জনসাধারণ : ফারুক

২০২৪ জানুয়ারি ০৩ ১৮:৩৬:৫০
গফরগাঁও উপজেলায় রাজতন্ত্রের অবসান চায় জনসাধারণ : ফারুক

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সংসদীয় আসন ১৫৫ ও ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনে জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহসভাপতি ফারুক মন্ডল বলেন, ইতিপূর্বে দৈনিক সমকালে প্রকাশিত রাজতন্ত্র থেকে মুক্তি চায় গফরগাঁওয়ের জনগন, এই উদধৃতি দিয়ে তিন বলেন, জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত অংশ গ্রহন মুলক নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিজয় সুনিশ্চিত।

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সাধারণ জনগন নৌকা প্রতিকের মাঝিকে বিপুল ভোটে পরাজিত করার কথা ভাবছে- গফরগাঁও এর ভোটার সাধারণ।

তিনি আরও বলেন, ইতিমধ্যে বর্তমান এম পি নির্যাতনের স্বীকার হয়ে তিন হাজারের আওয়ামী লীগের নেতাকর্মীদের গফরগাঁও ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলে তিনি জানান। সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগে পরিবেশ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, ও রিটার্নিং কর্মকর্তা প্রতি সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

(এনআরকে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test