E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ট্রাকের চাপ ও ঈগলের ছোঁবলে নৌকার জয় নিয়ে সংশয়

২০২৪ জানুয়ারি ০৪ ১৭:৫৮:৪৮
যশোরে ট্রাকের চাপ ও ঈগলের ছোঁবলে নৌকার জয় নিয়ে সংশয়

যশোর প্রতিনিধি : যশোরে শেষ মূহুর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। কোন অংশে পিছিয়ে নেয় অন্য দলও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা কর্মীদের সাথে নিয়ে পথসভা, কর্মী সভা, মিছিল, মিটিং করছেন প্রার্থীরা। যশোরের ৬ টি সংসদীয় আসনের মধ্যে পুনরায় দলীয় টিকিট পেয়ে নৌকার মাঝি হয়েছেন ৪ জন সাবেক সংসদ সদস্য। এর ভিতরে হেবিওয়েট প্রার্থী রয়েছে শার্শা আসনে শেখ আফিল উদ্দীন, যশোর সদর আসনে কাজী নাবিল আহমেদ, মনিরামপুর আসনে স্বপন ভট্টাচার্য্য, কেশবপুর আসনে শাহীন চাকলাদার। এই ৪ প্রার্থীর মধ্যে শেখ আফিল ও কাজী নাবিল সফল ব্যবসায়ী। অন্যদিকে সব সময় আলোচনায় থাকা শাহীন চাকলাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

যশোর ২ আসনে নতুন নৌকার টিকিট পাওয়া হৃদয়ের ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন তোফায়েল আহমেদের জামাতা। এ দিকে যশোর ৪ আসনে নানা নাটকীয়তায় প্রার্থীতা ফিরে পেয়ে একক ভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাবুল ফারাজি। তবে, ৬ টি আসনের মধ্যে ৫ টি আসনেই রয়েছে শক্তিশালী আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থী। যশোর ১ আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, যশোর ২ আসনে একক ভাবে নির্বাচিত হওয়ার সুযোগ নেই ডা. তুহিনের। এক স্বতন্ত্র তাকে সমর্থন দিলেও আধিপত্য বিস্তার করে চলেছেন ট্রাক প্রতীকের আরেক স্বতন্ত্র সাবেক সাংসদ মনিরুল ইসলাম। সদর আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কাজী নাবিলের নৌকা ও মহিত নাথের ঈগলের।

৪ আসনে বাবুল ফারাজির দলীয় স্বতন্ত্র সাবেক সাংসদ রৎজিত রায় নেই ভোটের মাঠে। এই আসনে নৌকার প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির জহুরুল হক। যশোর ৫ মনিরামপুর আসনে প্রতিমন্ত্রী স্বপনের শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব। আ'লীগের বড় একটি অংশ তার পক্ষে ভোটের মাঠে কাজ করে যাচ্ছে। যশোর ৬ কেশবপুর আসনে হেবিওয়েট প্রার্থীর বিপক্ষে স্থানীয় ২ স্বতন্ত্র।

উপজেলা আ'লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর বাঁচাও যশোর হঠাও নিরব আন্দোলন হাতে নিয়ে কাজ করছেন ভোটের মাঠে। এদিকে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নতুন চমক দেখাতে ঈগল প্রতীক হাতে সাবেক ছাত্রনেতা খন্দকার আজিজ। সাধারণ ভোটাররা বলছেন এবারের নির্বাচন হচ্ছে উৎসব মুখর এবং হাড্ডাহাড্ডি লড়াই। তাই, ভোটারদের মন জয় করতে নেতারা দিচ্ছেন নানা প্রতিশুতি, যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। এই জেলায় মোট ভোটার ২৩ লাখ ৪০ হাজার ২২৮ জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৯১২ জন পুরুষ ও ১১ লাখ ৬৩ হাজার ৩১৪ জন নারী।

(এসএ/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test