E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

২০২৪ জানুয়ারি ০৪ ১৯:১৪:০৪
বাগেরহাটে শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে চারটি আসনে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে আজ বৃহস্পতিবার দিনভর প্রার্থীরা নির্বাচনী জনসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় পার করেছেন। 

বাগেরহাট ১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন মোল্লাহাট ও চিতলমারী ও ফকিরহাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করে ব্যাপক গণসংযোগের পাশাপাশি নেতার্মীদের দিকনির্দেশনা দিতে বৈঠক করে করেন।

বাগেরহাট ৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিকালে মোরেলগঞ্জ পৌরসভার আজিজ মেমোরিয়াল বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী জনসভাসহ দিনভর মোড়েলগঞ্জ ও শরণখোলার ব্যাপক গণসংযোগ করেন। একই আসনে বিএনএম প্রার্থী রেজাউল আসলাম রাজু শরণখোলা উপজেলায় ও তৃর্ণমূল বিএনপি প্রার্থী লুৎফন নাহার রিক্তা মোরেলগঞ্জ হোগলাপাশা ও বনগ্রাম গণসংযোগ করেন।

বাগেরহাট ২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় দিনভর বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম কচুয়া উপজেলায়ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।

বাগেরহাট ৩ আসনের নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার বিকালে রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।

(এস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test