E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ১০ ২১:১২:২৭
বগুড়ায় যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সোমবার সন্ধায় বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

এতে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, মিথুন এমরান মিথুন, সহ: অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, খালেকুজ্জামান রাজা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আব্দুর রাশেদ শিবলু, ডালিয়া নাসরিন রিক্তা, এম আর ইসলাম সুজা, ইয়াছিন শেখ, শরিফুল ইসলাম শিপুল, আলমগীর হোসেন, রেজাউল বারী মিন্টু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ভোট ও ভাতের অধিকার। নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে, এদেশের গণতন্ত্র ততদিন বাধাগ্রস্ত হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গনতন্ত্র সুসংহত হয়েছে। সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। একটি মহল দেশের গনতান্ত্রিক ব্যবস্থা নসাৎ করতে চক্রান্ত করে যাচ্ছে। তারা দেশ ও জাতির কল্যাণ চায় না। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক যুবসমাজকে রাজপথে গণ-প্রতিরোধ গড়তে হবে।

(এএসবি/এটিঅার/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test