E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কন্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর জন্মস্থানে স্মরণ সভা অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ১১ ১০:১০:১৮
কন্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর জন্মস্থানে স্মরণ সভা অনুষ্ঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে সাংস্কৃতিক সংগঠন সোমেশ্বরী মিডিয়ার উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকীর স্মরণ সভা অনুষ্ঠিত  হয় সোমবার সন্ধ্যায়।

দেশের পর্যটন এরিয়া হিসেবে পরিচিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামে ১৯৪৪ সালের ২রা ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।

ছেলে বেলায় তার নাম ছিল প্রদীপ সিং। সঙ্গীত অঙ্গনে তিনি প্রায় সাড়ে তিন হাজার গানে কন্ঠ দিয়েছেন। গত মঙ্গলবার তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জন্মস্থান সুসং দুর্গাপুরে নেমে আসে শোকের ছায়া।

এ উপলক্ষ্যে দুর্গাপুরে সাংস্কৃতিক সংগঠন সোমেশ্বরী মিডিয়া আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করে। চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করে উক্ত সংগঠনের সহ-সভাপতি আঃ রশিদ, আঃ মোতালেব, সাঃ সম্পাদক নূরুল ইসলাম, শীতল চিসিম, সংগীত শিক্ষক প্রদীপ দেবনাথ, আবুল হোসেন ফরাজী , মোঃ শমসের আলী, সাংবাদিক ও কন্ঠ শিল্পী নিতাই চন্দ্র সরকার প্রমুখ।

(এনএস/এসসি/নভেম্বর১১,২০১৮)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test