E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার ৪টি আসনে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ 

২০২৪ জানুয়ারি ০৬ ১৭:১০:৪৪
সাতক্ষীরার ৪টি আসনে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। এ উপলক্ষে সাতক্ষীরায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার জেলার স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে ব্যালটবক্সসহ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। সকালে সাতক্ষীরা-২ আসনর সহকারী রিটার্নিং অফিসার শামীম ভুঁইয়া নির্বাচনী সরঞ্জাম আসনের ১৩৮ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেন। একই সময় জেলার ৩টি আসনের সহকারী রিটার্নিং অফিসার বাদে জেলার মোট ৬০২ টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু করেন।

এবার সাতক্ষীরার ৪টি আসনের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে ৮ লক্ষ ৭৬ হাজার ৯৪৮ জন পুরুষ এবং ৮ লক্ষ ৬৯ হাজার ২২৮ জন নারী ভোটার।

(আরকে/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test