E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ভোটার বেড়েছে ১ লাখ ৩ হাজার  

২০২৪ জানুয়ারি ০৬ ১৭:৩০:৩৮
মাগুরায় ভোটার বেড়েছে ১ লাখ ৩ হাজার  

মাহমুদ ফজল, মাগুরা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলায় সংসদীয় আসন ৯১ (মাগুরা ১) ও সংসদীয় আসন ৯২ (মাগুরা ২) মোট  দুটি আসনে বিগত পাঁচ বছরে ভোটার বেড়েছে ১,০৩,৩৫৮ জন।

এই দুইটি আসনে সর্বমোট ভোটার রয়েছে ৭,৮৭,৯৩০ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৩,৯৮,২০৭ জন, নারী ভোটার ৩,৮৯,৭১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৫ জন। এবারের নির্বাচনে এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১ জন প্রার্থী। এদের মধ্যে ০৫ জন মাগুরা ১ আসন থেকে এবং ০৬ জন মাগুরা ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে।

মাগুরা ১ আসনটি গঠিত হয়েছে শ্রীপুর ও মাগুরা সদর উপজেলা (শক্রুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন ব্যতীত) নিয়ে। এ আসনে এবার ভোটার রয়েছে ৪,০০,৪৯১ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ২,০০,৮৬৩ জন, নারী ভোটার ১,৯৯,৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০২জন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ৩,৫০,০৪৮ জন। বিগত ০৫ বছরে আসনটিতে ভোটার বেড়েছে ৫০,৮৪৩ জন।

এবাারর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ০৫ জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত সাকিব আল হাসান (নৌকা প্রতীক), জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাঈফ (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), ন্যাশনালিস্ট ফ্রন্ট - বিএনএফ এর মোতাসিম বিল্লা ( টেলিভিশন প্রতীক) এবং তৃনমুল বিএনপির সনজয় কুমার রায় (সোনালী আঁশ)। তবে এদের মধ্যে সাকিব আল হাসানের নৌকা ও কাজী রেজাউল হোসেনের ডাব প্রতীক ছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচারনা সেভাবে লক্ষ্য করা যায়নি। ১৯৯৬ সাল থেকে এ আসনটি আওয়ামিলীগের দখলে।

মাগুরা ২ আসনটি মহাম্মদপুর ও শালিখা উপজেলা এবং সদর উপজেলার শক্রুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা ৩,৮৭,৪৩৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,৩৪৪ জন। নারী ভোটার ১,৯০,০৯২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে ০৩ জন।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ৩,৩৪,৯২৪ জন। বিগত ০৫ বছরে আসনটিতে ভোটার বেড়েছে ৫২,৫১৫ জন।

এবাারর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ০৬ জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত ডঃ শ্রী বীরেন শিকদার (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মুরাদ আলী (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ আসাদুজ্জামান (একতারা প্রতীক) এবং তৃনমুল বিএনপির আখিদুল ইসলাম (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিয়ার রহমান (ঈগল)। তবে এদের মধ্যে শ্রী বীরেন শিকদারের নৌকা, মুরাদ আলীর লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমানের ঈগল ও কাজী রেজাউল হোসেনের ডাব প্রতীক ছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচারনা লক্ষ্য করা যায়নি। ২০০৮ সাল থেকে এ আসনটিতে বর্তমান সাংসদ আওয়ামীলীগের শ্রী বীরেন শিকদার নির্বাচিত হয়ে আসছে।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার জনাব আবু নাসের বেগ বলেন, এই দুইটি আসনে শান্তিপূর্ন ও সুষ্ঠ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

(এমএফ/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test